প্রিয় ইউনিয়নবাসী,
আপনাদের অনেক প্রতিক্ষিত স্মার্ট কার্ড বিতরন হতে হয়েছে। আমার কাছে অনেকেই ফোন, মেইল, সোসাল মিডিয়ায় এই বিষয়ে জানতে চেয়েছেন, আমি যতটুকু সম্ভব বিষয়টি পরিস্কার করছি।
গত 21-22 23 জুলাই পামুলী ইউনিয়নের ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। অর্থাৎ ২১ জুলাই ইউনিয়নের ১,২ ও ৭ নং ওয়ার্ড, ২২ জুলাই ৩, ৪, ও ৮ নং ওয়ার্ড এবং ২৩ জুলাই ৫,৬ ও ৯ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং ঐ দিন গুলোতে নতুন পুরাতন সকলকে নিজ নিজ পুরাতন জাতীয় পরিচয়পত্রটি/ভোটার আইডি সহ উপস্থিত থেকে নিজ হাতের দশ আঙ্গুলে ছাপ ও চোখের স্ক্যান করেছেন।যারা ২০১৭ সালে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন। তারা এখন স্মার্ট কার্ড পাচ্ছেন না। তাছাড়া সকলেই জাতীয় স্মার্ট কার্ড পাবেন। যারা ইতমধ্যে আপনার NID কার্ডটি হারিয়ে ফেলেছেন তাদের সোনালী ব্যাংকে 345/- টাকা চালান করতে হবে। যারা এলাকার বাইরে আছেন, তারা স্মার্ট কার্ড পাওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযেগ করবেন। আরোও কিছু জানার থাকলে কমেন্ট বস্কে লিখুন সময় থাকলে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ভিজিট করতে পারেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস